বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ সিটি করপোরেশনে পানিবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইলেন মেয়র মো. ইকরামুল হক টিটু। এ সময় তিনি নগরীর লিচু বাগান, নাসিরাবাদ কলেজ রোড এবং কেওয়াটখালী পশ্চিমপাড়া এলাকার পানিবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন। গতকাল বুধবার দুপুরে মেয়র মো. ইকরামুল হক টিটু এসব এলাকা পরিদর্শন করে নগরবাসীর সাথে কথা বলে সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি পানিবদ্ধতা নিরসনে সকল ওয়ার্ড কাউন্সিলর এবং প্রকৌশল বিভাগকে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে মেয়র বলেন, পানিবদ্ধতা নিরসনে আমরা গুরুত্বের সাথে কাজ করছি। ইতোমধ্যে বেশ কিছু অঞ্চলে পানিবদ্ধতার স্থায়ী সমাধান করা হয়েছে। তবে নতুন অর্ন্তভুক্ত এলাকায় পরিকল্পনার মাধ্যমে স্থায়ী পানিবদ্ধতার সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ সময় তিনি আরো জানান, নাগরিকগণের সচেতনতা ও সহযোগিতা ছাড়া পানিবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব নয়। তাই নগরবাসীকে ড্রেনে আবর্জনা না ফেলা এবং নির্ধারিত জায়গায় বাড়ি করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর মো. শফিকুল ইসলাম মিন্টু, মো. আব্বাস আলী মন্ডল, সিরাজুল ইসলাম, মনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, জীবনকৃষ্ণ সরকার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।