Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেনদেনে বেক্সিমকোর একক আধিপত্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সাপ্তাহিক ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। এরই অংশ হিসেবে এপ্রিল মাস জুড়েই ডিএসইতে কোম্পানির লেনদেনে একক আধিপত্য ছিল। আলোচ্য সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৫.৭৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানির ৪ কোটি ৬৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৫ কোটি ১৮ লাখ টাকা। ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২৩ লাখ ৩৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১১ কোটি ৪০ লাখ টাকা। আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৫৬ লাখ ৩৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৫ কোটি টাকা। টপটেন তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, উসমানিয়া গ্লাস শিট, আলিফ ইন্ডাস্ট্রিজ ও আমরা নেটওয়ার্কস লিমিটেড। -ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেনদেনে

২ অক্টোবর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ