Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

শেয়ারবাজারে সূচক ও লেনদেনে বড় ধরনের পতন

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়েই কমে শেষ হয়েছে গতকালের লেনদেন। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ১৪ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৬২ দশমিক ১৪ পয়েন্ট কমেছে। এছাড়া এদিন উভয় শেয়ারবাজারে মোট লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৫৫ কোটি ১২ লাখ টাকা।
গতকাল ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৫৭ কোটি ১৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬০৫ কোটি ৯২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৪৮ কোটি ৭৬ লাখ টাকা।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬০৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ১২ পয়েন্ট কমে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ১৬ দশমিক ৪৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়ে ১ হাজার ৭৩৪ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৯১টির এবং কোনো পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ারদর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ ডোরিন পাওয়ার, খুলনা পাওয়ার, মবিল যমুনা, ফরচুনা সু, ইফাদ অটোমোবাইল, জেমিনি সি ফুড, কেডিএস অ্যাক্সেসরিজ, তিতাস গ্যাস, ন্যাশনাল টিউবস এবং স্কয়ার ফার্মা।
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩৮ কোটি ৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনদেন কমেছে ১১ কোটি ১২ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৬২ দশমিক ১৪ পয়েন্ট কমে ৮ হাজার ৬১৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৮ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১৪ হাজার ১৫৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৬৯ পয়েন্ট কমে ১ হাজার ৫৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০৪ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১২ হাজার ৭০১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ১৪৯টির এবং কোনো পরিবর্তন হয়নি ১৪টি কোম্পানির শেয়ারদর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ লংকা-বাংলা ফাইন্যান্স, গোল্ডেন হার্ভেস্ট, বিএসআরএম লিমিটেড, ফরচুনা সু, স্কয়ার ফার্মা, বিডি কম, জেমিনি সি ফুড, কেডিএস অ্যাক্সেসরিজ, খুলনা পাওয়ার এবং ডোরিন পাওয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেয়ারবাজারে সূচক ও লেনদেনে বড় ধরনের পতন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ