Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেয়ারবাজারে সূচক ও লেনদেনে পতন

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৬৭ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৫৯ দশমিক ৬৭ পয়েন্ট কমেছে। ডিএসইতে লেনদেন গত কার্যদিবসের আগের দিনের চেয়ে কমেছে ২৭ কোটি ১২ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন কমেছে ২ কোটি ৫২ লাখ টাকা। গতকাল ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৭১ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি ৮৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৭ কোটি ১২ লাখ টাকা। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ২০ পয়েন্ট কমে ১ হাজার ১১৬ পয়েন্টে এবং ১০ দশমিক ১৫ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৪ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৭৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৬টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, স্কয়ার ফার্মা, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, বিডি কম, লাফার্জ সুরমা সিমেন্ট, উত্তরা ফাইন্যান্স এবং তিতাস গ্যাস।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৮ কোটি ৬৯ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ৩১ কোটি ২১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ২ কোটি ৫২ লাখ টাকার বেশি।
সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫৯ দশমিক ৬৭ পয়েন্ট কমে ৮ হাজার ৭৫৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৫ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৯১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১ হাজার ৬৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২৪ দশমিক ১৮ পয়েন্ট কমে ১২ হাজার ৯৫৯ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ১৪৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, অ্যাকমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল ব্যাংক, স্কয়ার ফার্মা, ফারইস্ট ফাইন্যান্স, ডোরিন পাওয়ার, আমরা টেকনোলজি, প্রিমিয়ার সিমেন্ট, বিডি কম এবং তিতাস গ্যাস।
কাল ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের রোড শো:
বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এক রোড শো’র আয়োজন করা হয়েছে। ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ শেয়ারবাজার থেকে প্রিমিয়ামসহ মোট ৪০ কোটি টাকা উত্তোলন করতে আগ্রহী। উত্তোলন করা ওই টাকা দিয়ে মেশিনারীজ ও ইক্যুপম্যান্ট ক্রয়, কনস্ট্রাকশন ইত্যাদি কাজে ব্যবহার করা হবে। টাকা উত্তোলনের ২১ মাসের মধ্যে এসব কাজ সম্পন্ন করা হবে।
৩৯ কোটি টাকা পরিশোধিত মূলধনের ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ ২০১৫-১৬ অর্থবছরে ৩২১ কোটি ৮৭ লাখ টাকা আয় করেছে। আর ব্যয় শেষে ১৬ কোটি ৬২ লাখ টাকা মুনাফা করেছে। যাতে কোম্পানিটি প্রতিটি শেয়ারে (ইপিএস) ৪ দশমিক ২৬ টাকা আয় করেছে। আর ২০১৬ সালের ৩০ জুনে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ দশমিক ৩৩ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেয়ারবাজারে সূচক ও লেনদেনে পতন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ