Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঁজিবাজারে সূচক ও লেনদেনে উত্থান

প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। ডিএসইতে সোমাবারের লেনদেন আগের দিনের চেয়ে চেয়ে বেড়েছে ৬৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি ৩৮ লাখ টাকা। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ২০ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৩ দশমিক ১৪ পয়েন্ট বেড়েছে। গতকাল ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৯৫ কোটি ৯৭ লাখ টাকার। গত রোববার লেনদেন হয়েছিল ৫৩১ কোটি ২৪ লাখ টাকার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৪ কোটি ৭৩ লাখ টাকা। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৪ পয়েন্টে এবং ২ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৬১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫১টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-মবিল যমুনা, বিএসআরএম স্টিল, যমুনা অয়েল, বাংলাদেশ শিপিং করপোরেশন, স্কয়ার ফার্মা, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, ইয়াকিন পলিমার, সিঙ্গার বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট এবং আইপিডিসি।
অন্যদিকে গতকাল সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩২ কোটি ৬৬ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ৩০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ২ কোটি ৩৮ লাখ টাকার বেশি।
সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১৩ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৭৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২০ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪২০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১২৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ আরএকে সিরামিকস, ইয়াকিন পলিমার, লংকা-বাংলা ফাইন্যান্স, অ্যাকমি ল্যাবরেটরিজ, বিএসআরএম স্টিল, স্কয়ার ফার্মা, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা, কেয়া কসমেটিকস এবং ইউনিয়ন ক্যাপিটাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজারে সূচক ও লেনদেনে উত্থান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ