Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

বগুড়ায় লাশবাহী অ্যাম্বুলেন্স-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহত ৪

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৮, ৪:৫০ পিএম

ঢাকা-বগুড়া মহাসড়কে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২জনের মৃত্যু ও শিশুসহ আরও ২জন আহত হয় ।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকার এক’শ গজ উত্তরে মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন অ্যাম্বুলেন্সের হেলপার। তবে তার পরিচয় জানা যায়নি। অন্যজন নওগাঁর বদলগাছী উপজেলার পারোরা গ্রামের মামুনুর রশিদ (৩৫)। তিনি ঢাকা মেডিকেল থেকে তার ভাইয়ের মৃতদেহ দাফনের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা মেডিকেল থেকে মরদেহ নিয়ে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো- ছ-৭১-২৫০৮) ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় পৌঁছলে বগুড়া থেকে ঢাকাগামী খালি ট্রাকের (ঢাকা মেট্রো- উ-১৪-২০২৮) মুখোমুখি সংঘর্ষ হয়।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের সার্জেন্ট আজিজুল ইসলাম জানান, লাশবাহী অ্যাম্বুলেন্স এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের হেলপারসহ দুইজন নিহত ও নারী-শিশুসহ দুইজন আহত হন। নিহতদের থানায় এবং আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ