বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার ও শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সকালে ও বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর ধামুড়হাট উপজেলর মশৈক এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে মিলন মিয়া (৩৮) এবং ময়মনসিংহের তারাকান্দা থানার কানোয়ার এলাকার শামসুদ্দিনের ছেলে সুজন মিয়া (১৪)।
নিহত মিলন গাজীপুরে বাসা ভাড়া থেকে রিকশা চালাতেন বলে জানা গেছে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. অহিদুজ্জামান যুগান্তরকে জানান, বোর্ডবাজার এলাকায় বাসা ভাড়া থেকে রিকশা চালাতেন মিলন। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে তিনি রিকশা নিয়ে বের হন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় পৌঁছালে একটি বাস তার রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর বাসচালক পালিয়েছে। তবে ওই বাসটি আটক করা হয়েছে।
এদিকে শ্রীপুর থানার এসআই মো. মহসিন মিয়া জানান, শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে সুজন মিয়া বাইসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় একটি ড্রাম ট্রাক তার বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুজন মারা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা ওই ড্রাম ট্রাক ও চালককে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।