Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’ফ্রন্টে যুদ্ধের সামর্থ্য নেই ভারতীয় বিমানবাহিনীর

স্কোয়াড্রন সংখ্যার পাশাপাশি জঙ্গিবিমানের স্বল্পতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্কোয়াড্রন সংখ্যার পাশাপাশি জঙ্গিবিমানের সীমিত সংখ্যার কারণে জরুরি পরিস্থিতিতে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) দুই ফ্রন্টে যুদ্ধের সামর্থ্য নেই। এমন পরিস্থিতিতে পাকিস্তান থেকে চীনের দিকে মনোযোগ সরিয়ে নিতে অন্তত দু’দিন সময় লাগবে। আইএএফ’র ৪২টি স্কোয়াড্রন থাকার কথা থাকলেও তা কখনোই হয়নি। অবশ্য তারা এখন মনোযোগ উত্তর ফ্রন্টিয়ার (চীন সীমান্ত) থেকে পশ্চিম ফ্রন্টিয়ারে (পাকিস্তান সীমান্ত) সরিয়ে নিচ্ছে। সদ্য সমাপ্ত ‘গঙ্গাশক্তি’ মহড়ার মধ্য দিয়ে ভারতীয় বিমানবাহিনীর এই শিক্ষা হয়েছে। বিমানবাহিনীর এক কর্মকর্তা বলেন, পুরোপুরি ৪২ স্কোয়াড্রন শক্তি থাকলে আইএএফ কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধ শুরু করতে পারতো। কিন্তু এই সংখ্যা কমতে থাকায় তা সম্ভব নয়। তবে ৪৮ ঘন্টার মধ্যে এক প্রান্ত থেকে সরঞ্জাম আরেক প্রান্তে নিয়ে জড়ো করতে পারাও অনেক বড় অর্জন। দ্রুততার সঙ্গে আমরা এ কাজটি করতে চাই। ভারতীয় বিমানবাহিনীর হাতে এই মুহূর্তে প্রয়োজনের চেয়ে নয় স্কোয়াড্রন কম জঙ্গিবিমান রয়েছে। পুরনো জঙ্গিবিমানগুলো পরিবর্তন করা না হলে ২০২৭ সাল নাগাদ স্কোয়াড্রন সংখ্যা ১৯ এবং ২০৩২ সাল নাগাদ ১৬টিতে নেমে আসবে। এই মুহূর্তে বিমান বাহিনীর অন্তত ৪৫ স্কোয়াড্রন জঙ্গিবিমান প্রয়োজন থাকলেও আছে অনেক কম। প্রতি স্কোয়াড্রনে ১৮-২০টি ফাইটার থাকে। এক কর্মকর্তা বলেন, মহড়াকালে আমরা আমাদের বর্তমান সামর্থ্যটিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। যার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো দ্রুত মোতায়েন। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ