Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ার তেল খনিতে অগ্নিকাণ্ডে নিহত ১০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৮, ১০:২৩ এএম

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে একটি তেল খনিতে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত ও বহু লোক আহত হয়েছেন।

বুধবার এক বিবৃতিতে দেশটির দুর্যোগ সংস্থা হতাহতের এ সংবাদ জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পাইপ ঝাঁলাই করার সময় আগুন লেগে থাকতে পারে বলে বিবৃতিতে বলেছে সংস্থাটি।

এক প্রতিবেদনে নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১টা ৩০ মিনিটের দিকে চুইয়ে পড়া তেলের ধারা থেকে বড় ধরনের একটি আগুনের সূত্রপাত হয়, এতে একটি আবাসিক এলাকার অন্তত তিনটি বাড়ি ভস্মীভূত হয়।

সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন জ্বলছিল বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।

আচেহর রানতো পেউরেউলাক উপজেলার প্রধান কর্মকর্তা সাইফুল বলেছেন, “আগুনের তীব্রতা এখনও রয়ে গেছে, একে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।”

ঘটনাস্থল থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকল কর্মীদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেরতামিনা।

পূর্ব আচেহের স্থানীয় গ্রামবাসীরা বহু ছোট ছোট কূপ খনন করে অবৈধভাবে তেল উত্তোলন করে থাকেন। এ ধরনের একটি কূপ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা অন্তরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ