প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: ২০১৬ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে চলচ্চিত্র পরিবার। সম্প্রতি সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছেন চলচ্চিত্র পরিবারের আহŸায়ক চিত্রনায়ক ফারুক। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত নিয়তি সিনেমায় কাজ করে সেরা নৃত্য পরিচালক হিসেবে পুরস্কার পাচ্ছেন হাবিব। কিন্তু হাবিব নিজেই দাবি করছেন এ সিনেমায় তিনি কাজ করেননি। যৌথ প্রযোজনার সিনেমাটিতে কলকাতার কোরিওগ্রাফার হিসেবে জয়েশ প্রধান কাজ করেছেন। ফারুক বলেন, যে সিনেমার জন্য হাবিবকে পুরস্কার দেয়া হয়েছে, তাতে সে কাজই করেনি। এর চেয়ে হাস্যকার আর কী হতে পারে! আমাদের চলচ্চিত্রে কতো বড় অনিয়মের রাজত্ব চলছে এই পুরস্কার তারই প্রমাণ দেয়। আজ হাবিবের সততার জন্য বিষয়টি সবাই জানতে পেরেছি। আমরা এই জালিয়াতির তীব্র নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। তিনি বলেন, এই জঘন্য জালিয়াতির জন্য সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তা নাহলে পরবর্তীতে এ অপরাধ নিয়মে পরিণত হবে। এই জালিয়াতির সঠিক শাস্তি নিশ্চিত না হলে আমরা আন্দোলনে যাবো। তিনি বলেন, চলচ্চিত্রের রন্দ্রে রন্দ্রে অনিয়ম ঢুকে গেছে। আমরা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে অনিয়মের হাত থেকে রক্ষা করতে বদ্ধ পরিকর। সংবাদ সম্মেলনে হাবিব বলেন, আমি যে কাজটি করিনি সেই কাজের জন্য পুরস্কার পেয়ে বিব্রত ও লজ্জিত। আমি এর সঠিক প্রতিকার দাবি করছি। ফারুক চলচ্চিত্রের অন্য সমস্যা প্রসঙ্গে বলেন, আমরা আরও দুটি বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেগুলো হলো অনিয়মের সাফটা চুক্তির ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ের উদাসীনতা ও সিনেমা হলে ডিজিটাল মেশিন বসানোর ব্যাপারে সময়ক্ষেপন। বারবার মন্ত্রণালয়ের কাছে অভিযোগ করেও সাফটা চুক্তির ব্যাপারে সঠিক সমাধান মেলেনি। দেশের সিনেমাকে হুমকির মুখে ফেলে ভিনদেশি সিনেমা আনা হচ্ছে। সেইসঙ্গে ৫০টি হলে সরকারিভাবে ডিজিটাল মেশিন বসানোর প্রতিশ্রæতি দিয়েও এর কোনো বাস্তবায়ন হয়নি। অচিরেই এই দুটি বিষয়ে উপযুক্ত ব্যবস্থা না নেয়া হলে কঠোর আন্দোলনে নামবে চলচ্চিত্র পরিবার। যে এফডিসি এবং চলচ্চিত্র শিল্প জাতিরজনক শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে, সেই চলচ্চিত্রকে বাঁচাতে তার কন্যা শেখ হাসিনার সুদৃষ্টির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।