মুসলিম শিশু আসিফাকে গণধর্ষণ হত্যার প্রতিবাদ
ভারতীয় দূতাবাসে স্মারকলিপি
| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম
কাশ্মীরের ৮ বছর বয়সী মুসলিম শিশু আসিফাকে একটি মন্দিরে আটকে রেখে একদল হিন্দুর গণধর্ষন ও নৃশংস হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ করে ঢাকার বিশিষ্টজনরা গত রোববার সকালে ভারতীয় দূতাবাসে এক স্মারকলিপি দিয়েছেন। এতে দ্রæততম সময়ে অপরাধীদের বিচার দাবির পাশাপাশি ওই ঘটনায় ক্ষমতাসীন বিজেপির মন্ত্রীদের ভূমিকার তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। গতকাল (রবিবার) সকালে স্মারকলিপিটি ভারতীয় দূতাবাসে প্রদান করা হয়েছে। স্মারকলিপি গ্রহণ করেছেন দূতাবাসের কর্মকর্তা সেলিনা।
বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই প্রতিবাদলিপিটি পাঠিয়েছেন আলামা মুহম্মদ মাহবুব আলম, সাইয়্যিদ মুক্তাদুল হুসাইন ও মুহম্মদ আরিফুর রহমান; এডভোকেট এস. এম. শফিকুল ইসলাম এডভোকেট মুহম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, ফার্মাসিস্ট এ.বি.এম. রুহুল হাসান, চিকিৎসক ডাঃ মুহম্মদ আব্দুল আলী, ইঞ্জিনিয়ার মুহম্মদ আমিনুল ইসলাম মিয়া।
শিশু আসিফার গণধর্ষণ ও হত্যাকান্ডÐপ্রসঙ্গে স্মারকলিপিতে বলা হয়, এই ঘটনাটি ভারতের আর দশটি ধর্ষণের মতো কেবলই একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং এটি আসিফাদের স¤প্রদায় যাযাবর মুসলিম বাখারওয়ালদের কাশ্মীর থেকে বিতাড়নের উদ্দেশ্যে একটি পরিকল্পিত আক্রমণ। অপরাধের সাথে যুক্ত সবাই হিন্দুর্ধমীয়। কিছু উগ্রপন্থি হিন্দু সংগঠন ইতোমধ্যে অপরাধীদের পক্ষে মিছিল-সমাবেশ করেছে। ক্ষমতাসীন বিজেপির বনমন্ত্রী লাল সিং চৌধুরী ও শ্রম মন্ত্রী চন্দ্র প্রকাশ ওইসব মিছিলে যোগ দিয়েছে।”
স্মারকলিপিতে নেতৃবৃন্দ আসিফার ঘটনায় বিজেপির মন্ত্রীদের প্রতিক্রিয়া এবং উগ্র হিন্দুত্ববাদীদের জঘন্য অপকর্মে বাংলাদেশের মুসলিমরা অত্যন্ত ক্ষুব্ধ ও ক্রুদ্ধ বলে জানান এবং ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদেরকে দ্রæততম সময়ে বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি দাবী জানান।