বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
‘ আমি দুর্নীতি করি না।’ কাউকে দুর্নীতি করার সুযোগ দেবো না, আমার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে দুর্নীতিবাজদের প্রতিহত করবো। গতকাল সোমবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী পাবনার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই দৃঢ়তার সাথে এ কথা বলেন। তিনি বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার জন্য আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। যোগ্য মেধাবী ও দক্ষ শিক্ষক নিয়োগ দেয়া হবে। শিক্ষক নিয়োগে যোগ্যতাই প্রাধান্য পাবে। অচিরেই মযার্দাশীল প্রতিষ্ঠান হিসেবে এই বিশ্ববিদ্যালয় দেশবাসীর কাছে পরিচিতি লাভ করবে। জ্ঞান চর্চার জন্য এটা হবে এই বিশ্ববিদ্যালয় হবে একটি আর্দশিক বিদ্যাপীঠ । বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এবং দুর্নীতি প্রতিরোধে উপাচার্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন , মানুষ হিসেবে আমি ভুলের উর্ধে নই । আমার ভুল হলে আপনরা সেটা লিখবেন। ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবো তাহলে।
গতকাল সোমবার সকালে উপাচার্যের দপ্তরে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার খসরু পারভেজ, প্রক্টর ড. প্রীতম কুমার দাস এবং এই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা।
উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী বিশ্ববিদ্যালয় নিয়ে তার স্বপ্নের কথা বলতে গিয়ে বলেন, নতুন প্রকল্প অনুমোদনের চেষ্টা করছি। এটা হলে অবকাঠামো নির্মাণের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞান চর্চার সুযোগ সুবিধা বাড়বে। গবেষণা ও পড়ালেখার মান বৃদ্ধির জন্য অবসরপ্রাপ্ত প্রফেসরদের চুক্তিভিত্তিক নিয়োগের চেষ্টা করা হবে। কারণ নতুন বিশ্ববিদ্যালয় হওয়ায় প্রফেসরদের আমরা স্থায়ীভাবে নিয়োগ দিতে পারছি না। মতবিনিময় সভা সঞ্চালনা করেন, জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী। সাংবাদিকরা বিভিন্ন মতামত তুলে ধরেন। এদিকে , নব নিযুক্ত প্রক্টর প্রীতম কুমার এবং সহকারী প্রক্টর উত্তম কুমারকে এই পদে বহাল করায় সৃষ্ট তিনটি জিডিতে যে ত্রিশংঙ্কু অবস্থা বিরাজ করছে, এ ব্যাপারে ভিসি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, সব কিছু নিয়ম মাফিক হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।