বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর সার্সন রোডের পাহাড় থেকে উদ্ধার গলিত লাশের কোন পরিচয় মিলেনি। পুলিশের ধারণা তাকে অন্য কোথাও খুন করে লাশ পাহাড়ের ঢালে ফেলে যাওয়া হয়। পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত খুনের কারণ উদঘাটন করা সম্ভব হবে বলেও জানায় পুলিশ। রোববার রাত ১১টায় লোকজনের কাছে খবর পেয়ে আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি পঁচে-গলে যাওয়ায় চেহারা বিকৃত হয়ে গেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী জোনের সহকারি কমিশনার (এসি) জাহাঙ্গীর আলম ইনকিলাবকে বলেন, লাশ দেখে মনে হচ্ছে অন্তত ১০ দিন আগে ওই নারীকে খুন করা হয়েছে। তার পরনে একটি পেটিকোট ছিল। শাড়ি পড়ে ছিলো লাশের পাশে। তিনি বলেন, অন্য কোথাও খুনের পর লাশ সেখানে ফেলে যাওয়া হয়েছে বলে মনে হচ্ছে। লাশের ময়না তদন্ত প্রতিবেদন এবং নিহতের পরিচয় নিশ্চিত না হলে খুনের কারণ উদঘাটন করা সহজ হবে না বলে জানান তিনি। এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।