Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের বোমায় প্রকম্পিত কাবুল, নিহত ৩১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি ভোটার নিবন্ধিকরণ কেন্দ্রে বোমা বিস্ফোরণে অন্তত ৩১ ব্যক্তি নিহত এবং আরো ৫৪ জন আহত হয়েছে। রাজধানী কাবুলের দাশতে বারচি এলাকায় অবস্থিত একটি ভোটার নিবন্ধিকরণ এবং পরিচয় পত্র বিতরণ কেন্দ্রের কাছে গতকাল রোববার সকালে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটলে এসব ব্যক্তি হতাহত হয়। এক ব্যক্তি বিস্ফোরক ভর্তি বেল্টের বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হামলা চালায় বলে কাবুলের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান মোহাম্মদ দাউদ আমিন জানিয়েছেন। চলতি বছর আরো পরে অনুষ্ঠেয় সংসদ নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে নিবন্ধিত ভোটারদের কাছে যখন কর্মকর্তারা ভোটার পরিচয় পত্র বিতরণ করছিলেন তখন সেখানে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। হামলাকারী ব্যক্তি পায়ে হেটে ওই কেন্দ্রের কাছে পৌঁছায় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানিয়েছেন। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ