পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আগামী রোজার ঈদের আগে টানা ৯ দিনের ছুটির কবলে পড়তে যাচ্ছে দেশ। আগামী ২৬ বৃহস্পতিবার বিকালে ফাকা হবে রাজধানী ঢাকা। দীর্ঘ এই ছুটির ফাঁদটা তৈরি হচ্ছে আগামী শুক্রবার (২৭ এপ্রিল) থেকে। যদিও এই ৯ দিনের মধ্যে সাতদিন হলো সরকারি ছুটি, মাঝখানে দুদিন থাকছে কর্মদিবস। স্বভাবতই এই দুইদিন দেশচলবে ঢিমেতালে। কারণ এ সময়ে বেশির সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করতে গ্রামে যাবেন।
জানা যায়, আগামী ২৭ ও ২৮ এপ্রিল শুক্র ও শনি দুইদিন থাকবে সাপ্তাহিক ছুটি। ২৯ এপ্রিল রবিবার বুদ্ধপূর্ণিমার সরকারি ছুটি। ৩০ এপ্রিল সোমবার কর্মদিবস থাকলেও পরের দিন ১ মে শ্রমিক দিবসের ছুটি।পরদিন ২ মে বুধবার থাকছে পবিত্র শবেবরাতের ছুটি। ৩ মে বৃহস্পতিবার কর্মদিবসে সরকারি অফিস খোলা থাকলেও পরের দুইদিন ৪ ও ৫ মে শুক্র ও শনিবার রয়েছে সাপ্তাহিক ছুটি। মোট টানা ৯ দিন দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ছুটিতে থাকবেন। নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসনের এক কর্মকর্তারা বলেন, এ ছুটি সরকারি কর্মকর্তা ও কর্মকারী কিছুটা ভাল লাগবে। তবে যে যোগযোগ ব্যবস্থা এতে করে অনেইকে ঢাকায় কাটাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।