Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাবুলে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১, আহত অর্ধশত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ২:৫৩ পিএম | আপডেট : ৪:২১ পিএম, ২২ এপ্রিল, ২০১৮

আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলীয় এলাকায় একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছে আরও ৫০ জনেরও বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে তালেবান এই হামলায় দায় অস্বীকার করলেও অন্য কোনও গ্রুপ এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স কাবুল পুলিশের এক উপদেষ্টার বরাতে ৪ জন নিহত ও ২০ জন আহত হওয়ার খবর দেয়। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি।
হামলার পর স্বজনদের আহাজারি। রবিবার সকালে পশ্চিম কাবুলের দাস্ত-এ-বাচরি এলাকার ভোটার নিবন্ধন কেন্দ্রে ওই হামলা চালানো হয়। ওই এলাকায় মূলত শিতি হাজারা সংখ্যালঘু সম্প্রদায়ের বাস।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভোটার নিবন্ধন কেন্দ্রটির কাছে ভিতরে ঢোকার অপেক্ষারত ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটানো হলে এই হতাহতের ঘটনা ঘটে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিকব দানেশ জানান, পায়ে হেঁটে হামলাকারী সেখানে আসে। চলতি বছরের সংসদ নির্বাচন উপলক্ষে সেখানে কর্মকর্তারা ভোটারদের নিবন্ধন কার্ড বিতরণ করছিলেন।

এর আগে কাবুল পুলিশের উপদেষ্টা আসমত স্টানেকজাই জানান, ওই ঘটনায় অন্তত চারজন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।

বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখতে পাওয়ার কথা জানিয়ে রয়টার্স বলছে, এসব ছবিতে নারীসহ চারজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। বিস্ফোরণে একটি গাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বছরের অক্টোবরে আফগানিস্তানে বহুল প্রত্যাশিত সংসদ ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের বিরোধী সশস্ত্র গোষ্ঠী তালেবান দেশটিতে অনেক বেশি সক্রিয়। আফগান সরকার তাদের শান্তি আলোচনায় বসার আহ্বান জানালেও এখনও তা শুরু হয়নি। নির্বাচন ঘিরে আরও হামলার আশঙ্কা করছে আফগান সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মঘাতী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ