মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাশ্মীরের আট বছরের শিশু আসিফা বোনোকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভ আর প্রতিবাদে উত্তাল গোটা ভারত। এরইমধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি হলো। মধ্যপ্রদেশের ইন্দোর শহরে এবার বিকৃত মানসিকতার এক ব্যক্তির লালসার শিকার হতে হলো আট মাস বয়সী এক পথশিশুকে। পাশবিক লালসা চরিতার্থ করার পর ওই শিশুটিকে হত্যাও করা হয়েছে। এ ঘটনায় নাভেন গাটাকে নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শিশুটির বাবা-মা বেলুন বিক্রি করে। ফুটপাতেই রাত কাটায়। গত শুক্রবার রাতে তারা মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোরে নাভিন শিশুটিকে তুলে নিয়ে যায়। নাভিন তাদের দূর সম্পর্কের আত্মীয়। অপর এক খবরে বলা হয়, ভারতে ১২ বছরের কম বয়সী শিশুদের ধর্ষণের দায়ে দোষীকে মৃত্যুদন্ড (ফাঁসির আদেশ) দেওয়া হবে। দেশটির মন্ত্রিপরিষদের এক জরুরি সভায় এ অধ্যাদেশ জারি করা হয়েছে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এমন তথ্যই জানিয়েছে। গত শনিবার দেশটির মন্ত্রিপরিষদের এক সভায় শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে মৃত্যুদন্ডের সাজার অধ্যাদেশ জারি করা হয়। এই উদ্যোগকে শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে ভারত সরকারের কঠোর হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে। পাঁচদিনের বিদেশ সফর শেষে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় এই অধ্যাদেশ জারি করা হয়। গত ১০ জানুয়ারি কাশ্মীরের কাঠুয়া শহরের রাসানা এলাকায় আট বছরের এক শিশুকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় ভারত জুড়ে ক্ষোভের মুখে গত সপ্তাহে নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মেনকা গান্ধী এ সংক্রান্ত আইনে পরিবর্তনের কথা বলেন। মন্ত্রিপরিষদের বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। এ ধরনের সুপারিশ এটিই প্রথম নয়। এর আগেও অনেকবার এ ধরনের পরিবর্তন আনতে সুপারিশ করা হয়েছে। এর আগে দিল্লিতে ২৩ বছর বয়সী এক নারীকে গণধর্ষণের পর ধর্ষণের আইনগুলি পুনর্বিবেচনার জন্য বিশেষজ্ঞরা জোর দাবি তুলেছিলেন। সে সময় তারা বলেছিলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেওয়া হলেও এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। এনডিটিভি, পিটিআই, টাইমস অব ইনডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।