প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এই বছরের ৭১তম কান চলচ্চিত্র উৎসবের জুরি মন্ডলীর প্রধান হিসেব থাকছেন অভিনেত্রী কেইট ব্লানচেট। জুরির অন্য সদস্যদের মধ্যে আছেন- দুই চলচ্চিত্র নির্মাতা এভা দ্যুভের্নে এবং দেনি ভিলনভ আর দুই অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট এবং লিয়া সিডু।
সাত জাতী আর পাঁচ মহাদেশ থেকে পাঁচজন পুরুষ এবং নারীকে নিয়ে হবে পূর্ণ জুরি বোর্ড। অন্য জুরি সদস্যরা হলেন- চীনা অভিনেতা চ্যাঙ চেন, ফরাসী পরিচালক রোবে গিদেগিয়াঁ, বুরুন্ডীয় গায়িকা খাদিয়া নিন এবং রুশ পরিচালক আন্দ্রেই য্ভিয়াগিন্তসেভ।
আনুষ্ঠানিক প্রতিযোগিতায় নারী পরিচালকদের চলচ্চিত্রের সংখ্যার ঘাটতির বিষয়টি সমালোচিত হবার পর কানের শিল্প পরিচালক থিয়েরি ফ্রেমো বলেন জুরিতে যাতে এই বৈষম্য না থাকে তার জন্য তিনি সচেতন ছিলেন।
“গত চার বছর ধরে আমি নারীদের অংশগ্রহণ নিয়ে চিন্তিত ছিলাম। আমি জেসিকা চ্যাস্টেইনের মত নারীদের সঙ্গে এই ভারসাম্যহীনতা দূর কার বিষয়ে আলাপ করেছি এবং সম্ভব মত তাদের পরামর্শ নিয়ে এগিয়েছি,” তিনি বলেন। চ্যাস্টেইন গত বছর জুরি সদস্য ছিলেন।
“আমরা লিঙ্গ সমতাকে গুরুত্ব দিচ্ছি। তিন কমিটির দুটিতেই নারী ও পুরুষের সংখ্যা সমান,” তিনি বলেন। উৎসব চলবে মে ৮ থেকে ১৯ পর্যন্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।