Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শেষ হচ্ছে আর্সেনাল-ওয়েঙ্গার অধ্যায়!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আর্সেনালের সঙ্গে তার শুরুটা ১৯৯৬ সাল থেকে। ২২ বছর ধরে দলটির কোচের দায়িত্ব পালন করছেন। আর্সেনাল ও তার নামটা বলতে গেলে হয়ে গিয়েছিল সমার্থকই। কিন্তু গত কয়েক মৌসুম জুড়ে দলের হতশ্রী পারফরম্যান্সে তার চলে যাওয়ার দাবিটা জোরালো হচ্ছিল। শেষ পর্যন্ত সেটা এসেছে অনেকটা হুট করেই। এই মৌসুম শেষেই ক্লাব ছেড়ে যাচ্ছেন আর্সেন ওয়েঙ্গার, এক বিবৃতিতে গতকাল নিশ্চিত করেছে আর্সেনাল।
চলতি মৌসুমে লিগের ৬ নম্বরে থেকে সেরা চারে জায়গা করে নিতে ব্যর্থ আর্সেনাল। আগের মৌসুমেও শীর্ষ চারে জায়গা পায়নি ওয়েঙ্গারের দলটি। এই মৌসুমে আশার আলো হয়ে টিকে আছে কেবল ইউরোপা লিগ, সেখানে শিরোপা জিতলেই কেবল চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাবে আর্সেনাল। সব দিক দিয়েই চাপ বাড়ছিল ওয়েঙ্গারের ওপর। সেটার জন্যই কি এমন ঘোষণা দিলেন? ক্লাবের আনুষ্ঠানিক বার্তায় ওয়েঙ্গার অবশ্য এমন কিছু বলেননি, ‘ক্লাবের হয়ে এতোগুলো বছর দায়িত্ব পালন করতে পেরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ক্লাবের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি সততা ও প্রতিশ্রুতি রেখেই দায়িত্ব পালন করেছি। ক্লাবের সমর্থকরা দলটিকে আগলে রাখবেন।’
ক্লাবটি জানিয়েছে, যতো দ্রæত সম্ভব সফল কাউকেই দলের দায়িত্ব দেয়া হবে। আর্সেনালের অন্যতম অংশীদার স্ট্যান ক্রোয়েনকি এদিন বলেন, ‘এখন পর্যন্ত ক্লাবের নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্তের একটি এটি, ’৬৮ বছর বয়সী ওয়েঙ্গার ইংলিশ ক্লাব আর্সেনালের হয়ে ২২ বছরে ৮২৩টি ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন ওয়েঙ্গার। যার মধ্যে দলের জয় এসেছে ৪৭৩টি, হেরেছে ১৫১টি। সবমিলিয়ে ১ হাজার ৫৪৯টি গোল করেছে দলের খেলোয়াড়রা। তিনবার জিতেছেন প্রিমিয়ার লিগ এবং সাতবার জিতেছেন এফএ কাপ শিরোপা। তবে কোনো ইউরোপা শিরোপা অধরাই থেকে গেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর্সেনাল

১৫ জানুয়ারি, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২১
১৩ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ