Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হত্যা মামলার আসামি ডনেল বাহিনীর প্রধান গ্রেফতার

দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

জলমহালের নামে হাওর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত মজনু মিয়া হত্যা মামলার প্রধান আসামি সুনামগঞ্জের দিরাইয়ে পূর্বাঞ্চলের ত্রাস হত্যাসহ একাধিক মামলার আসামী ডনেল বাহিনীর প্রধান জালাল উদ্দিন ওরফে ডনেলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে উপজেলার কুলঞ্জ গ্রামের মনির চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে দিরাই থানায় দায়েরকৃত তেতৈয়া গ্রামের মৃত আলম উল্লার ছেলে মজনু মিয়া হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গতকাল শুক্রবার বিকেল ২টায় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক রুকনুদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে কুলঞ্জ গ্রামে শশুরালয় থেকে ডনেলকে গ্রেফতার করে। সন্ত্রাসী ডনেল গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় টান্নি জলমহাল দখলের নামে হাওর দখল করতে গেলে এলাকাবাসি বাধা দিলে ডনেল বাহিনীর হাতে কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের মৃত আলম উল্লার ছেলে মজনু মিয়া (৬৫) ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নেতৃত্বে ঘটনায় জড়িত ডনেল বাহিনীর সদস্যদের গ্রেফতারে পুলিশ দিনভর অভিযান চালালে কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় নিহতের ছেলে হুমায়ুন আহমদ বাদি হয়ে ডনেলকে প্রধান আসামি করে ২৫ জনের নামে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা মামলা

২৬ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ