Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে গড়ে ১৫ মিনিটে একটি শিশু যৌন নিগ্রহের শিকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ভারতে প্রতি ১৫ মিনিটে একটি শিশুকে যৌন নিগ্রহ করা হচ্ছে বলে দেশটির একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘ক্রাই’ জানিয়েছে। শিশু অধিকার রক্ষা সংক্রান্ত ওই সংস্থার প্রতিবেদন অনুযায়ী, নাবালকদের বিরুদ্ধে অপরাধ গত ১০ বছরে ৫০০ শতাংশ বেড়েছে। প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, এ ধরনের অপরাধের ৫০ শতাংশ পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তরপ্রদেশে নথিভুক্ত। ১৫ শতাংশ শুধু উত্তরপ্রদেশেই। পশ্চিমবঙ্গে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তীর মতে, শিশু নিগ্রহ আগেও হতো। কিন্তু বিষয়গুলো সামনে আসত না। বাবা-মা, অভিভাবক সামাজিক লজ্জা-অপমানের ভয়ে বিষয়গুলোকে লুকিয়ে রাখতেন। এখন দিন বদলেছে। তিনি বলেন, বাবা-মায়েরা এ বিষয়ে সচেতন থাকুন। সন্তানকে বিশ্বাস করুন। সন্তান কিছু বললে চুপ করিয়ে দেবেন না। মন দিয়ে শুনুন। অপর এক খবরে বলা হয়, বিয়ের অনুষ্ঠান দেখেতে যাওয়ার পথে ছয় বছরের এক শিশুকে মুখে কাপড় গুঁজে ধর্ষণ করা হয়েছে। এতে শিশুটি অজ্ঞান হয়ে যায়। ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় এ ঘটনা ঘটেছে। ধর্ষণের অভিযোগে জীতেন্দ্র যাদব (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে স্থানীয় চিলিহা থানার পুলিশ। শিশুটির বাবার বরাতে থানার ওসি জানান, জেলার সেমহা বাঝা গ্রামে বিয়ের অনুষ্ঠান দেখতে বেরিয়েছিল শিশুটি। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে তাকে বাগানে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার মুখে কাপড় গোঁজা ছিল। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল তার। হাসপাতালে নেয়ার পথে জ্ঞান ফিরলে শিশুটি বাবা-মাকে জানায় জীতেন্দ্র তাকে ধর্ষণ করেছে। ওসি আরও জানান, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে জীতেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। এবিপি অনলাইন, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতে

১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ