Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবি’র শিক্ষা কার্যক্রমে বাধা না দেয়ার দাবিতে মানববন্ধন

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে বাধা না দেয়ার দাবিতে মানববন্ধন করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে প্রায় শতাধিক শিক্ষকের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী এ এ মামুন বলেন, ‘যারা বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে বঙ্গবন্ধু কন্যার সিদ্ধান্তকে মেনে না নেয়, তারা আসলে প্রেসিডেন্ট ও বঙ্গবন্ধু কন্যাকে চ্যালেঞ্জ করছে কিনা সে ব্যাপারে প্রশ্ন তোলাই যায়।’ বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদের আহ্বায়ক মো. নুরুল আলম বলেন, ‘৭৩ এর অধ্যাদেশ অনুসারে প্রেসিডেন্ট ভিসিকে পুনরায় মনোনীত করেছেন। কিন্তু একটি পক্ষ এই গণতান্ত্রিক নিয়োগকে প্রশ্নবিদ্ধ করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমি তাদেরকে বলবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম ব্যাহত হয় কিংবা শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হয় এমন সকল কাজ থেকে বিরত থাকুন।’ সহযোগী অধ্যাপক আশরাফুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ হানিফ আলী প্রমুখ। প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ফারজানা ইসলামকে ২য় মেয়াদে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকরা। ভিসি বিরোধী গ্রুপটির নেতৃত্বে আছেন সাবে ভিসি অধ্যাপক শরীফ এনামুল কবির। এই গ্রুপটি ভিসি নিয়োগের বিরোধীতা করে আন্দোলন করে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবি

২১ ডিসেম্বর, ২০২২
১৪ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ