Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচারকের মৃত্যু তদন্তে না ভারতীয় সুপ্রিম কোর্টের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিজেপির শীর্ষ নেতা অমিত শাহর বিরুদ্ধে হওয়া মামলায় বিচারকের দায়িত্ব পালন করা বি লয়ার মৃত্যুর ঘটনা তদন্তের একটি আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার ওই আবেদন খারিজ করে দেন বলে জানিয়েছে রয়টার্স। ২০০৫ সালে গুজরাটের স্বরাষ্ট্র মন্ত্রী থাকার সময় অমিত শাহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘বিচারবহির্ভূত হত্যাকান্ড’ চালানোর নির্দেশ দিয়েছিলেন এমন অভিযোগে নিম্ন আদালতে মামলাটি দায়ের হয়েছিল। বিচার চলাকালীন সময়েই লয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান; দায়িত্ব নেওয়া নতুন বিচারক বিজেপিপ্রধানকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। রাজনৈতিক চাপের কারণেই লয়ার মৃত্যু হয়েছিল বলে সেসময় ইঙ্গিত দিয়েছিলেন তার পরিবারের সদস্যরা। সন্দেহজনক ওই ঘটনা নিয়ে সেসময় বিরোধীরাও বেশ সরব ছিল। বিচারকের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্তে নিম্ন আদালতে একটি আবেদনও করা হয়েছিল। সেটি খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টে নতুন আবেদন জমা দেওয়া হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, “কর্মরত বিচারকের দেওয়া রায়ে সন্দেহের অবকাশ নেই।” ‘বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ’ করতেই লয়ার মৃত্যু তদন্তের এ আবেদন, ভাষ্য তিন বিচারকের। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ