Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ২ জনের প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় জাভা প্রদেশে একটি ভূমিকম্পে দুই জনের মৃত্যু ও অপর ২১ জন আহত হয়েছে। এতে তিন শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বৃহস্পতিবার দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা একথা জানিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো জানান, ভূমিকম্পের পর ২ হাজারের বেশী লোককে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। তিনি আরো জানান, আহত সকলকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ভূতাত্তিক ও আবহাওয়া সংস্থা জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে এ প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠের মাত্র চার কিলোমিটার গভীরে আঘাত হানা এ ভূমিকম্পের রিখটার স্কেলের মাত্রা ছিল ৪.৪। সুতোপো এক বার্তায় বলেন, ‘ভূমিকম্পে বনজার্নাগড়া জেলার কালিবানিংয়ে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে।’ তিনি জানান, এতে ৩১৬টি ঘরবাড়ি, ৪টি মসজিদ ও ২টি স্কুল ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের ঘটনায় ২ হাজার ১০৪ জন তাদের ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয় শিবিরে উঠেছে। সুতোপো জানান, উদ্ধার ও দুর্যোগ দপ্তরের কর্মীদের পাশাপাশি প্রায় ২শ’ সৈন্য ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় যৌথভাবে ত্রাণ বিতরণ করছে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ