বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের কৃষক মিলন হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ গোলাম আযম এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিতরা হলেন নারিকেলবাড়ীয়া গ্রামের মনছের আলী ও রবিউল ইসলাম। মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৬ জানুয়ারি রাতে পূর্ব শুত্রুতার জের ধরে সদর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে মিলনকে প্রতিপক্ষরা বাড়ী থেকে ধরে নিয়ে যায়। পরদিন সকালে বাড়ীর পাশের একটি মাঠ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ১৯ জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে ৮ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত বৃহস্পতিবার রবিউল ইসলাম ও মনছের আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা ও বাকী ৬ আসামীকে বেকসুর খালাস দেন। দণ্ডিত আসামীর মধ্যে রবিউল ইসলাম পলাতক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।