Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজশাহীর গোদাগাড়ীতে ৬ নারীসহ ৭ জঙ্গি গ্রেফতার

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৮, ৪:৫৩ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে ৭ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৬ জন নারী। বুধবার ভোরে গোদাগাড়ী উপজেলা ছয়ঘাটি, কাঁঠাল বাড়িয়া, হারুপুর, দেওপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সুমিত চৌধুরী। গ্রেপ্তারকৃতদের পরিচয়সহ বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি। সুমিত চৌধুরী বলেন, গত ১৪ এপ্রিল গোদাগাড়ী এলাকায় রাজাবাড়ী হাট বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ষবরণের অনুষ্ঠান বোরখা পড়ে বেশ কয়েকজন নারী বর্ষবরণ বিরোধী লিফলেট বিতরণ করে। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর আমলে নিয়ে এর সূত্র ধরে গোয়েন্দা পুলিশ তদন্ত করে ছয় নারীকে সনাক্ত করে বুধবার ভোরে অভিযান চালিয়ে ছয় নারীসহ সাতজনকে গ্রেপ্তার করে। তারা জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান সুমিত চৌধুরী। রাজাবাড়ী হাট বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ষবরণ অনুষ্ঠানে লিফলেট বিতরণের বিষয়টি ওয়ার্কার্স পার্টির নেতা রফিকুল ইসলাম পিয়ারুল পুলিশ ও সাংবাদিকদের অবহিত করেন। তার পর গোদাগাড়ী মডেল থানার ওসি তদন্ত মোঃ আলতাফ হোসেন ঘটনা স্থল তদন্ত করেন। প্রধান শিক্ষক মাফরুদ্দিন সহ এলাকার লোকজনের সাথে কথা বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ