রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারীর সৈয়দপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে ওই কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন উপস্থিত থেকে সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকারের হাতে স্মার্ট এনআইডি তুলে দিয়ে রোবাবার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ নীলফামারী জেলা সর্বোচ্চ করদাতা সরকার এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মো. আলহাজ্ব মো. সাইদুর রহমান সরকারসহ শহরের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেন।
স্মার্ট এনআইডি বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আলমগীর স্বপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ৭ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। স্মার্ট কার্ড বিতরণকালে কার্ডধারীর বায়োমেট্রিক (দশ আঙ্গুলের ছাপ) এবং আইরিশ (চোখের মনির ছাপ) গ্রহন করা হচ্ছে। স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেতে আগের লেমিনেটিং করা ভোটার আইডি কার্ডটি সাথে নিয়ে আসতে বলা হয়েছে। আর যাদের আগের এনআইডি কার্ড হারিয়ে গেছে তাদের সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় ট্রেজারি চালানের মাধ্যমে ৩০০ টাকা এবং ১৫% ভ্যাটসহ সর্বমোট ৩৪৫ টাকা নির্ধারিত কোডে জমা দিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।