Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্মিত হচ্ছে অমনিবাস চলচ্চিত্র ইতি, তোমারই ঢাকা

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

প্রথমবারের মত ‘স্বল্পদৈর্ঘ্য, দীর্ঘ যাত্রা’ এই স্লোগান নিয়ে ইমপ্রেস টেলিফিল্ম একঝাক তরুণ নির্মাতাদের নিয়ে নির্মাণ করতে যাচ্ছে ‘ইতি, তোমারই ঢাকা’ নামক একটি বাংলাদেশি অমনিবাস চলচ্চিত্র প্রজেক্ট। যার ইংরেজি নাম, সিনসারলি ইউরস, ঢাকা। অনেকগুলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে অমনিবাস চলচ্চিত্র নির্মাণ করা হয়। সম্প্রতি বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠিত হয়। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি এই চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক। এছাড়াও উপস্থিত ছিলেন, ইবনে হাসান খান, তিনিও এই চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন। আরো ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন, তিনি এই প্রজেক্টের ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে কাজ করছেন। এছাড়াও বিভিন্ন কলাকুশলী ও দেশের গন্যমান্য ব্যক্তিবর্গদের সাথে উপস্থিত ছিলেন অমনিবাস চলচ্চিত্রটির ১১জন নির্মাতা। তারা হলেন গোলাম কিবরিয়া ফরুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, নুহাশ হুমায়ূন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ সাওকী, তানিম নূর ও তানভীর আহসান। অনুষ্ঠানে বলা হয়, ঢাকা শহরের গল্প নিয়ে প্রতিটি সিনেমা নির্মিত হবে। সিনেমার দৈর্ঘ্য হবে ১০-১২ মিনিট। সিনেমাগুলো নির্মাণ সম্পন্ন হয়ে গেলে, বাংলাদেশ সহ আন্তর্জাতিকভাবে মুক্তি দেয়া হবে ‘ইতি, তোমারই ঢাকা’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্মিত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ