বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আর কত বছর অপেক্ষা করতে হবে একটি ব্রিজের জন্য। পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন। এই ইউনিয়নের কামারডাংগা-চরপাড়া সংলগ্ন ছোট একটি নদী। এই নদীর উপর একটি বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করেছে ৯ গ্রামের বিপুল সংখ্যক মানুষজন । এই ব্রিজ হবে হচ্ছে বলে পেরিয়ে গেছে অনেক দিন। এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, এ নদীর উপর একটি ব্রীজ নির্মাণ। অনেকে আশ্বাস দিলে তা বাস্তবায়ন এখনও হয়নি। কবে হবে তা নিশ্চিত করে বলা যায় না।
কামার ডাংগা, ঢালি পাড়া, মোল্লা পাড়া, চরপাড়া, দাসপাড়া, বেড়পাড়া, মুন্সীপাড়া, ফারাদপুর, শাঁখারী পাড়ার জনগণ এ সাঁকোর উপর দিয়ে যাতায়াত করেন। নদীতে ব্রীজ না থাকায় গ্রামের জনগণ ১ হাজার ফুট লম্বা বাঁশের সাঁকো দিয়েই চলাচল করেন। এই বাঁশের সাঁকোর উপর দিয়ে চলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার পড়ছে স্কুলের শিশু শিক্ষার্থীরা। এই ব্রিজটি না হওয়ার কারণে এ এলাকার জনগণ চিকিৎসা, শিক্ষাসহ নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রী কলেজ, ফজিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, দুবলিয়া উচ্চ বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বাঁশের সাঁকো দিয়ে আসা-যাওয়া করতে হয়। মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনাও ঘটে। সাম্প্রতিক সময়ে দুই জন শিশু শিক্ষার্থী বাঁশের সাঁকো থেকে নদী পড়ে যায়। তাদের পেছনে থাকা গ্রামের কয়েকজন মানুষ দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধার করে।
এ বিষয়ে সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সি জানান, ব্রিজটি নির্মাণের জন্য উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি আশা করেন, এই অর্থ বছরে স্থানীয় সরকার ব্রিজটি নির্মাণের ব্যবস্থা নেবেন। তার আশা পূর্ণ হবে কি ? স্বাধীনতার ৪৪ বছর পেরিয়ে গেলেও কেন এই ব্রিজটি নির্মিত হয়নি তা বিষ্ময়কর বটে!!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।