বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁর পোরশা উপজেলার কুসরপাড়ায় বাসচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কসনা গ্রামের আব্দুস সালাম (৫০) এবং একই গ্রামের মোসলেমের ছেলে আশরাফুল ইসলাম (৪২)।
পোরশা থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুপুরে উপজেলার সারাইগাছী থেকে যাত্রী নিয়ে ব্যাটারি চালিত একটি ইজিবাইক কসনা যাচ্ছিল। পথে কুসরপাড়ায় একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ইজিবাইকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের ওই দুই যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন ইজিবাইকের অপর পাঁচ যাত্রী। আহতদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।