বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনায় বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে পালিত হয়েছে। । বিভিন্ন সংগঠন নানাভাবে পহেলা বৈশাখ বরণের আয়োজন করে। প্রতিবারের মতো এবারও ‘হৃদয় নাচে বৈশাখী সাজে’ রুচি বৈশাখী উৎসব পালনে সকালে শোভা যাত্রা এবং এরপরই সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ওপেন কনসার্ট। বাউল শিল্পী ফকির শাহাবুদ্দিন লোক সঙ্গীত পরিবেশন করবেন। শিল্পী প্রীতম, হাসান, রকস্টার শুভ, কর্নিয়া এবং ম্যাজিক বাউলিয়ানা’র শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। করেন, ওয়ার্দা রিহাব ও তার দল। অনুষ্ঠানের উদ্বোধন করেন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। বেসরকারি টেলিভিশন মাছ রাঙা সরাসরি এই অনুষ্ঠান সম্প্রচার করে। জেলা প্রশাসন, পাবনা জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদ, পাবনা প্রেসক্লাব, পাবিপ্রবি, ড্রামা সার্কেল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উত্তরণ সাহিত্য গোষ্ঠী এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানা কর্মসূচি মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করতে নানা আয়োজন করে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নতুন খাতা খুলে নববর্ষে হালখাতার সূচনা করে। তাদের ক্রেতাদের মিষ্টিমুখ করানো হয় ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।