Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে সমাবেশের অনুমতি পেল রাজশাহী বিভাগীয় বিএনপি

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

অবশেষে বিএনপির রাজশাহীর বিভাগীয় সমাবেশের অনুমতি মিলেছে। আগামীকাল ১৫ এপ্রিল মহাসমাবেশ হবে দলীয় কার্যালয়ের সামনে ভুবনমোহন পার্কে। এর আগে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে মহাসমাবেশ করার অনুমতি চেয়ে সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলে নেতৃত্বে একটি প্রতিনিধি দল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে দেখা করে আবেদন জমা দেন। দীর্ঘ নিরবতার পর অবশেষে মাদরাসা ময়দানে নয় বিএনপির অফিস সংলগ্ন ভুবনমোহন পার্কের দেয়াল ঘেরা সংকীর্ণ পরিসরে অনুমতি মিলেছে। সমাবেশের মাইকিং করার জন্য একদিনের অনুমতি দেয়া হয়েছে বলে আয়োজকরা জানান। মাদরাসা ময়দানের পরিবর্তে স্বল্প পরিসরে সভা করার অনুমতি দেয়ায় নাখোশ বিএনপি নেতাকর্মীরা। কেননা তারা বিভাগীয় সমাবেশ ঘিরে জেলায় জেলায় তৃনমূল পর্যায়ে পর্যন্ত সাংগঠনিক তৎপরতা চালিয়েছে। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা দিনরাত পরিশ্রম করছেন। সবার লক্ষ্য সমাবেশকে জনসমুদ্রে পরিনত করা। লক্ষ্য একটাই রাজশাহী অঞ্চল বিএনপির ঘাটি সেটা প্রমান করে দেয়া। এখনো প্রত্যাশা তেমনটি হবার। কিন্তু যে স্থলে অনুমতি দেয়া হয়েছে সেখানে এত বড় জনসমাবেশ সামাল দেয়া কষ্টকর হবে। অনেকে হয়তো সভার বক্তাদের বক্তব্য শুনতে পারেবেন না। স্থানটি নগরীর প্রানকেন্দ্র হওয়ায় সাংঘাতিক রকমের জন ও যানজটের সৃষ্টি হবে। যাতে জনদূর্ভোগ বাড়বে। সুধিমহল এত স্বল্প পরিসরে ভুবনমোহন পার্কে সমাবেশ করার অনুমতি দেয়াটা ভাল চোখে দেখছেনা। তারা বলছেন মাদ্রাসা মাঠ না হোক পাশের ঈদগাহ মাঠ কিংবআ সংলগ্ন রাস্তায় সমাবেশ করার অনুমতি দিলে সবার জন্য ভাল হতো। বিএনপির পক্ষ থেকে নেতৃবৃন্দ আগেভাগেই ঘোষরা দিয়েছিলেন ১৫ এপ্রিল তারা যে কোন মূল্যে সমাবেশ করবে। এরমেধ্যে পুলিশী অনুমতি মেলায় শংকা কেটেছে। মিজানুর রহমান মিনু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বরকতুল্লাহ বুলু, সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল গতকাল সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যাক্ত কর বলেন জনসমাবেশ হবে জনসমুদ্র। তেমনি তাদের প্রস্তুতি রয়েছে। তবে ক্ষোভ স্থান নিয়ে। তারপরও প্রত্যাশা প্রশাসন সুষ্ঠুভাবে সমাবেশ সম্পন্ন করার জন্য পুরো সহযোগিতা দেবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ