রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রায়পুর উপজেলার এমএম লুধুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে লুধুয়া এলাকার একটি অফিসের সংবাদ সম্মেলন করেন বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক চারজন সদস্য। আর আগে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এখন পর্যন্ত কোন ব্যবস্থা না দেওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সদস্য নজরুল ইসলাম সরকার বলেন, মঙ্গলবার বিকালে বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক সদস্যদের ভোটে সভাপতি নির্বাচনের জন্য সবাইকে নিয়ে মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে বৈঠক করা হয়। ওই বৈঠকে হঠাৎ করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদের নেতৃত্বে সহযোগী সংগঠনের নেতা-কর্মী শিক্ষারা হাজির হয়ে আমাদের ওপর মানুষিক চাপ সৃষ্টি করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের লুধুয়া উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি হিসেবে ঘোষনা সাইদুল বাকিন ভ‚ঁইয়াকে। এসময় সদস্যদের কাছ থেকে জোর করে স্বাক্ষর নিয়ে তাকে সভাপতি বানানো হয়। পরে জোর করে সাদা কাগজে দস্তখত করে নিয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন, রাজনিতিক হস্তক্ষেপে জোপূবক সভাপতি পদে ঘোষনারসহ অনিয়নের বিরুদ্ধে নির্বাচিত নজরুল ইসলাম সরকার ও হুমায়ুন কবির বাহারসহ ৪ জন অভিভাবক সদস্যদের লিখিত অভিযোগ পেয়েছি। তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।