Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশ ফেরত চাচাকে নিয়ে বাড়ি ফেরা হলো না মেধাবী ছাত্র রাকিবের

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ১০:২৯ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশ ফেরত চাচাকে নিয়েকে বাড়ি ফেরা হলো না মেধাবী ছাত্র রাকিবের। বৃহস্পতিবার গভীর রাতে নবগ্রাম-মুন্সিরহাট সড়কের মালেক ব্রিক্স ফিল্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। রাকিব উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামের বাবুল মিয়ার পুত্র ও মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ফলপ্রার্থী।
গতকাল শুক্রবার নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দুবাই ফেরত চাচা জামাল উদ্দিনকে বিমানবন্দর থেকে আনতে একটি মাইক্রোবাস নিয়ে ঢাকায় যায় মো. রাকিব। চাচাকে নিয়ে ফেরার পথে বৃহস্পতিবার রাতে উপজেলার নবগ্রাম-মুন্সিরহাট সড়কের মালেক ব্রিকস ফিল্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পাশের একটি ফিশারীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাকিব মারা যায়। ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজিউন। এ সময় মাইক্রোবাসে থাকা প্রবাসী জামাল উদ্দিন, চালক আলাউদ্দীন ও এক শিশু গুরুতর আহত হয়। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে। তবে স্বজনদের দাবি, প্রবাসীর সাথে থাকা স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
ওই সড়কে চলাচলকারী সাধারণ মানুষ জানায়, জমি থেকে মাটি কেটে রাস্তায় যাতায়াতকারী ট্রাক থেকে মাটি পড়ে সামান্য বৃষ্টিতেই রাস্তা মারাত্মক পিচ্ছিল হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টিতে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থার দাবী জানান চালকসহ স্থানীয়রা জানান, শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। রাকিবের মৃত্যুতে তার পিতা-মাতা, আত্মীয়-স্বজন, শিক্ষক-সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ