Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সড়ক দেখেই অপ্রস্তুত ভারতীয় বাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সিয়াচেন হিমবাহের উত্তরে কৌশলগত শাক্সগাম উপত্যকায় চীনের নির্মিত সড়ক দেখে অনেকটাই অপ্রস্তুত হয়ে গেছে ভারত। যদিও তাৎক্ষণিকভাবে এটাকে একটা ‘অসম্ভব’ কাজ হিসেবে আখ্যা দিয়েছেন সেনাবাহিনী প্রধান। শাক্সগাম উপত্যকায় নতুন সড়ক ও সামরিক পোস্ট নির্মাণের সংবাদ প্রকাশ করেছে দ্য প্রিন্ট। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, ভারত-ভুটান-চীনের ত্রিদেশীয় সংযোগ পয়েন্টের দোকলামে ২০১৭ সালের জুনে উত্তেজনাকর পরিস্থিতির পর ওই এলাকায় সড়ক নির্মাণের কাজ করেছেন চীন। হিন্দুস্তান টাইমস সোমবার এক রিপোর্টে জানিয়েছে যে সাউথ বøক এই ঘটনার একটা গোয়েন্দা বিশ্লেষণ করতে বলেছে। কি ধরণের সামরিক উদ্দেশ্য নিয়ে চীন এই সড়ক নির্মাণ করে থাকতে পারে, তা জানতেই এই বিশ্লেষণ। পত্রিকায় সংবাদ প্রকাশের আগে সিয়াচেন হিমবাহের কাছে ওই সড়ক নির্মাণের ব্যাপারে সেনাবাহিনীর কোন ধারণা ছিল না বলে মনে হয়। ১২ জানুয়ারি, এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেন, শাক্সগাম উপত্যকার অবস্থান হলো সিয়াচেনের সর্ব-উত্তরের ৫৪০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে। খুবই সংকীর্ণ উপত্যকা এটা, একটা গিরিখাত এটা। সাউথ এশিয়ান মনিটর।



 

Show all comments
  • rakib ১২ এপ্রিল, ২০১৮, ৫:৩৭ এএম says : 0
    VERY GOOD !! CHINA SHOULD COME FORWARD MORE FIRST !!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ