Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমার সেনা হামলায় বাস্তুচ্যুত কাচিন অঞ্চলের ৫ হাজার মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

প্রবল শীত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মিয়ানমারের শা ইত ইয়াং পাহাড়ী শিবিরে দুরবস্থায় দিন কাটাচ্ছেন ৫ হাজারেরও বেশি বাস্তুচ্যুত কাচিন অঞ্চলের মানুষ। মিয়ানমার সেনাবাহিনীর হামলার শিকার হয়ে বাস্তচ্যুত ওই কাচিন সমপ্রদায় শা ইত ইয়াং পাহাড়ী শিবিরের ভাঙ্গা কুড়েতে মানবেতর অবস্থায় পার করছেন। এদের অনেকেই প্রথমবার বাস্তুচ্যুত হয়ে ভিটেয় ফিরে গিয়ে আবারো হামলার শিকার হয়েছেন। নয় সদস্যের পরিবারের একজন ১৩ বছর বয়সী হাপরে জা নুপানস ভয়েস অব আমেরিকাকে জানান, তাদেরকে চারবার হামলা করা হয়েছে। কাচিন স্বাধীনতা আন্দোলনের জন্য গঠিত লড়াকু বাহিনীর সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর ১৭ বছরের অস্ত্র বিরতি ভেঙ্গে ২০১১ সালে আবার শুরু হয় দুই পক্ষের যুদ্ধ। সেই থেকে মাঝে মধ্যেই কাচিনের সংখ্যালঘু জনগোষ্ঠির ওপর হামলা করে মিয়ানমার বাহিনী। কাচিন এবং উত্তর শান রাজ্যে ১৬৫ টি শিবিরে প্রায় ১ লক্ষ বাস্তুচ্যুত সংখ্যালঘু মানুষ মানবেতর অবস্থায় বসবাস করছেন। ভিওএ।



 

Show all comments
  • hello ১২ এপ্রিল, ২০১৮, ১:১৯ পিএম says : 0
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ