Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে মতৈক্য পাল্টা জবাব দেয়ার হুমকি রাশিয়ার

সাইপ্রাস থেকে মার্কিন যুদ্ধজাহাজের সিরিয়ার উদ্দেশে যাত্রা, রুশ নৌবহরে উচ্চ সতর্কতা জারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সিরিয়ার পূর্ব ঘৌতার দৌমা শহরে আসাদ বাহিনীর রাসায়নিক হামলার জবাবে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। পৃথক ফোনালাপে সিরিয়া ইস্যুতে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এতে তিন নেতা দেশটির ব্যাপারে পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছেন। তিন নেতার ফোনালাপের পর মঙ্গলবার ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, রাসায়নিক অস্ত্র ব্যবহারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা’ বহাল রাখতে আন্তর্জাতিক সমপ্রদায়ের উচিত সিরিয়া ইস্যুতে হস্তক্ষেপ করা। ফোনালাপে তিন নেতা এ বিষয়ে একমত হন যে, সিরিয়া সরকারের রাসায়নিক হামলা খুবই নিন্দনীয়। ওই হামলায় রাসায়নিক ব্যবহারের বিষয়টি যদি নিশ্চিত হয় তাহলে তা হবে নিজ দেশের জনগণের বিরুদ্ধে আসাদ সরকারের নিষ্ঠুরতার আরেকটি দলিল। রাসায়নিক অস্ত্র ব্যবহার না করার আইনি বাধ্যবাধকতা প্রতিও এটি অবজ্ঞাস্বরূপ। পূর্ব ঘৌতার দৌমা শহরে রাসায়নিক হামলার ঘটনায় দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে মিত্র দেশগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করার বিষয়েও একমত হন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতারা। অপরদিকে, লেবাননে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার জ্যাসিপকিন হুঁশিয়ারি করে বলেছেন, সিরিয়ায় যদি কোনো মার্কিন ক্ষেপণাস্ত্রের হামলা চালানো হয়, তবে তা গুলি করে ভূপাতিত করা হবে। তিনি বলেন, কেবল গুলি করে নামানোই হবে না, যেই উৎস থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হবে, সেখানে উল্টো হামলা চালানো হবে। গত মঙ্গলবার সন্ধ্যায় একটি টেলিভিশন সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির সেনাপ্রধানের বরাতে তিনি এসব কথা বলেন। হিজবুল্লাহর আল মানার টেলিভিশনে তিনি বলেন, যদি সেখানে কোনো মার্কিন হামলা চালানো হয়, সেটি গুলি করে নামানো হবে। এদিকে সিরিয়ার দৌমায় কথিত রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নিবয়েনজিয়া মঙ্গলবার বলেন, আমি আবারও অনুরোধ করছি, আপনারা যে পরিকল্পনা আটছেন, তা থেকে দূরে থাকেন। সিরিয়ায় কোনো অবৈধ সামরিক অভিযান চালালে ওয়াশিংটনকে তার দায়িত্ব বহন করতে হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। আল মাসদার নামের সিরিয়ার আসাদপন্থী একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সাইপ্রাস থেকে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে বলে খবর পাওয়া গেছে। এ খবরে কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের একটি মিসাইল ডেস্ট্রয়ারও সিরিয়ার উপকূলের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে খবর পাওয়া গেছে। এর আগে গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিদ্রোহী অধ্যুষিত দৌমায় রাসায়নিক হামলা চালায় আসাদ বাহিনী। উদ্ধারকর্মী ও চিকিৎসকদের বরাত দিয়ে এ হামলায় অন্তত ৮৫ জন নিহতের খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। বিষাক্ত রাসায়নিক গ্যাস হামলায় তারা নিহত হয়েছেন বলে অভিযোগ করে স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেট। বিষাক্ত গ্যাস হামলায় প্রাণহানির মুখে দৌমা শহর ছাড়তে রাজি হয়েছে আসাদবিরোধী বিদ্রোহীরা। অন্যদিকে পশ্চিমা নেতারা বলেছেন, সিরিয়ার দৌমায় হামলার জন্য দায়ীদের লক্ষ্যস্থল করতে তারা একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, কোনো হামলা চালানো হলে তা সিরীয় সরকারের রাসায়নিক স্থাপনাগুলোতে চালানো হবে। নিরাপত্তা পরিষদের বৈঠকে হামলা নিয়ে নতুন তদন্ত শুরু করার একটি প্রস্তাব রাশিয়ার ভেটোর মুখে বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি করা প্রস্তাবটিতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া দেয় ও অপর রাষ্ট্র চীন ভোট দেয়া থেকে বিরত থাকে। এদিকে আসাদ বাহিনীর রাসায়নিক হামলার জবাবে সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী। ট্রাম্প প্রশাসনের অবস্থানের সমালোচনা করেছে আসাদের প্রধান পৃষ্ঠপোষক রাশিয়া ও ইরান। দেশ দুইটি বলছে, সিরিয়ায় হামলা চালালে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। বিনা জবাবে তারা পার পাবে না। মঙ্গলবার সিরিয়ার সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়। বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় সতর্ক অবস্থান নেয় আসাদ বাহিনীর সদস্যরা। সামরিক ঘাঁটিগুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিবিসি, রয়টার্স, আল-জাজিরা, এএফপি।



 

Show all comments
  • কামাল ১২ এপ্রিল, ২০১৮, ৬:১৫ এএম says : 0
    সিরিয়াকে কী সবাই যুদ্ধ প্রাকটিসের মাঠ বানিয়ে ফেলেছে
    Total Reply(0) Reply
  • বিপ্লব ১২ এপ্রিল, ২০১৮, ৬:১৫ এএম says : 0
    এসব না করে পারলে সিরিয়াতে শান্তি প্রতিষ্ঠা করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ