Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৃথক ঘটনায় বগুড়ায় ২ জন খুন

বিশেষ সংবাদদাতা, বগুড়া থেকে | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বগুড়ার কাহালুতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আলতাফ হোসেন (৫৫) ও সদরে মাটিডালির ধরমপুরে ছিনতাইকারীরা ব্যাটারি চালিত অটোরিক্সা চালক সাইদুল ইসলাস (৪০) জবাই করে হত্যা করেছে। এ সময় ছিনতাইকারীরা অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে গেছে। দুটি লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। কাহালু থানার ওসি শওকত কবির জানান, জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার সকাল ৭টায় ছোট ভাই সামছুল হক বড় ভাইকে মারপিট ও ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৮টার দিকে মারা যায়। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। নিহত আলতাফ হোসেন কাহালুর তিলেজপাড়া গ্রামের হারেজ উদ্দিনের পুত্র। স্থানীয়রা জানান ১৪ শতক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। অপর দিকে গত সোমবার রাতে বগুড়া সদরের মাটিডালী ধরমপুর এলাকায় সাইদুল ইসলাম (৪০) নামের এক ব্যাটারি চালিত অটোরিক্সা চালককে জবাই করে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করে নিয়ে গেছে। সে সোনাতলা উপজেলার হারিয়াকান্দি গ্রামের সোরওয়ার উদ্দিনের পুত্র। বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, সাইদুল ইসলাম শহরের ফুরবাড়ি মাটির মসজিদ এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতো এবং ভাড়ায় চালিত অটোরিক্সা চালাতো। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৃথক ঘটনা

২৮ ফেব্রুয়ারি, ২০২২
২৭ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ