Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী পুলিশকে যৌন হয়রানি ৩ পুরুষ কর্মকর্তা বরখাস্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

পুলিশ বাহিনীর কর্মকর্তা হয়েও যৌন হয়রানির শিকার হচ্ছিলেন তারা। কিন্তু হয়রানির সঙ্গে জড়িতরা যখন পুলিশেরই কর্মকর্তা, তখন কার কাছেই বা বিচার চাইবেন ভেবে পাচ্ছিলেন নিপীড়িত নারীরা। তবে একবার সব দ্বিধা ছেড়ে লিখিত অভিযোগ করতেই নড়েচড়ে বসেছে পুলিশের ঊর্ধ্বতন প্রশাসন। যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ার সঙ্গে সঙ্গেই সরিয়ে দেয়া হয়েছে অভিযুক্ত তিন পুরুষ কর্মকর্তাকে। গত সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পুলিশ বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে। ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক সুলতান আজিম তাইমুরি বলেন, যৌন হয়রানির অভিযোগ নিয়ে বর্তমানে তদন্ত চলছে। পুলিশের নারী কর্মকর্তারা প্রধান বিচারপতির অভিযোগ সেলেও এ বিষয়ে একটি নালিশ জানিয়ে রেখেছেন। তাতে তারা বলেছেন, পুলিশলাইনসে এমন যৌন হয়রানির ঘটনা অহরহ ঘটছে। ডন নিউজ টিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ