Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী পুলিশ প্রধান নিউইয়র্কে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

প্রথম নারী পুলিশপ্রধান পাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য। মার্কিন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, প্রথমবারের মতো নারী পুলিশপ্রধান হিসেবে কেচান্ট সোয়েলকে নিয়োগ দিয়েছে নিউইয়র্ক। দেশটির বৃহত্তম নিরাপত্তা বাহিনীর নেতৃত্ব দেবেন তিনি। কেচান্ট সোয়েল এই পদে নিয়োগ পাওয়া তৃতীয় কৃষ্ণাঙ্গ কর্মকর্তা। সাম্প্রতিক সময়ে সহিংসতা, বর্ণবাদী আচরণ এবং কর্মকর্তাদের দুর্নীতির বেশ কিছু ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর লোকজনের আস্থা কমে গেছে। কেচান্ট সোয়েল নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের আস্থা ফিরিয়ে আনবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। এদিকে সাবেক পুলিশ কর্মকর্তা এবং ডেমোক্রেট দলের নবনির্বাচিত মেয়র এরিক অ্যাডামস হতে যাচ্ছেন নিউইয়র্কের দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র। তিনি আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহ আগে পুলিশ প্রধানের এই গুরুত্বপূর্ণ নিয়োগের ঘোষণা দিলেন তিনি। নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাতকারে অ্যাডামস বলেন, অপরাধের বিরুদ্ধে সোয়েল একজন প্রমাণিত যোদ্ধা। নিউইয়র্কবাসীর নিরাপত্তা এবং তাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা উভয় ক্ষেত্রেই তিনি মানসিক বুদ্ধিমত্তা প্রয়োগ করতে পারবেন। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী পুলিশ প্রধান নিউইয়র্কে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ