Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ইস্যুতে আইসিসিতে রুল জারির আবেদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কাঠামোগত নির্যাতনের মাধ্যমে মিয়ানমার থেকে রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে বিতাড়িত করার ঘটনা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আওতায় আসবে কিনা সে বিষয়ে রুল জারির আহবান জানানো হয়েছে। ঘটনাটিকে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিহিত করে গত সোমবার এই আবেদন করেন আদালতের কৌঁসুলি ফাতাও বেনসুউদা। বিষয়টি নিয়ে আদালত নির্দেশনা দিলে লাখ লাখ রোহিঙ্গার ওপর নির্যাতনের তদন্ত ও বিচারের কাজ সহজ হবে। যদিও মিয়ানমার সহায়তা করবে বলে মনে হয় না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আবেদনে ফাতাও বেনসুউদা বলেছেন, ‘ঘটনাটির তদন্ত করা ও প্রয়োজনে বিচার করা আদালতের এখতিয়ারভুক্ত কিনা সে বিষয়ে এটা সুনির্দিষ্ট প্রশ্ন, কোনও বিমূর্ত প্রশ্ন নয়।’ আদালতের এখতিয়ার আছে কিনা বিষয়টি জানতে চাওয়ার কারণ হলো মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। বেনসুউদা যুক্তি দেন, বিতাড়িত করে দেশ ছাড়তে বাধ্য করার মতো অপরাধকে আইসিসি’র আওতায় আনা হলে তার বৈধ নীতিমালা প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গতিপূর্ণ। তবে তিনি বিতাড়িত করার অপরাধের সংজ্ঞা নিয়ে অনিশ্চয়তা ও আদালতের এখতিয়ারের সীমাবদ্ধতার বিষয়টিও স্বীকার করেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে এমন আবেদন এবারই প্রথম করা হলো। তিনি আদালতে এ ঘটনায় শুনানি করে তার ও অন্যান্য পক্ষের যুক্তি-তর্ক শোনার আহবান জানান। আদালতের বিচারক অ্যান্থিনিও কিসিয়া-এমবি মিনদুয়া আবেদনটি বিবেচনার জন্য সম্ভাব্য উপায় খুঁজে বের করার চেষ্টা করবেন। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ