Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৈতিকতা বিবর্জিত শিক্ষা দিয়ে চরিত্রবান সুশৃঙ্খল জাতি গঠন অসম্ভব -জাতীয় শিক্ষক ফোরাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

জাতীয় শিক্ষক ফোরাম-এর আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, নৈতিকতা বিবর্জিত শিক্ষানীতি ও শিক্ষাআইন দ্বারা চরিত্রবান ও সুশৃঙ্খল জাতি গঠন সম্ভব নয়। তিনি বলেন, পরীক্ষায় এ প্লাস বৃদ্ধির মাধ্যমে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করা হয়েছে। উচ্চ মাধ্যমিকে এ প্লাস প্রাপ্ত ছাত্রছাত্রীদের অধিকাংশই সরকারি ব্যবস্থায় পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায় না। এসব ছাত্রছাত্রীর মধ্যে বিত্তশালীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও মধ্যবিত্ত পরিবারের ছাত্র-ছাত্রীরা অর্থাভাবে কোন বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত ভর্তি হতে পারেনি। এ অবস্থা থেকে বেড়িয়ে আসতে সরকারকে দ্রæত যথাযথ ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, নবম ও দশম শ্রেণিতে নতুন যে পদার্থ বিজ্ঞান বই পাঠ্য করা হয়েছে, তাতে এ বই পড়ে কোন ছাত্রছাত্রী বিজ্ঞানী হতে পারবে না। ফলে মেধা ও বিজ্ঞানী শূন্য জাতি সৃষ্টি হবে। তিনি অবিলম্বে এসব সমস্যার সমাধান দাবি করেন।
গতকাল সকালে জাতীয় শিক্ষক ফোরামের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর সেগুনবাগিচাস্থ একটি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরামের সদস্য সচিব মাওলানা এবিএম জাকারিয়া, যুগ্ম আহবায়ক অধ্যাপক ফজলুল হক মৃধা, মুহাম্মদ আব্দুস সবুর, মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ হুমায়ূন কবীর, মুহা. আমজাদ হোসাইন, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা দিদারুল মাওলা ও আব্দুল হান্নানসহ জেলা প্রতিনিধিগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ