Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘একটু’র আক্ষেপ জাকিয়ার

শুটিং থেকে দ্বিতীয় পদক বঞ্চিত বাংলাদেশ

জাহেদ খোকন গোল্ড কোস্ট (অস্ট্রেলিয়া) থেকে | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে আগের দিন পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে অল্পের জন্য স্বর্ণের নাগাল পাননি বাংলাদশের কৃতি শ্যুটার আবদুল্লাহ হেল বাকি। তাই শেষ পর্যন্ত রৌপ্য নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়। তার এমন সাফল্যে বেশ উজ্জীবিত বাংলাদেশ শ্যুটিং দল। তাই তো মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালেও দেখা যায় বাংলাদেশের নারী শ্যুটার উম্মে জাকিয়া সুলতানাকে। বাকির সাফল্যে উজ্জীবিত হয়ে গতকাল ব্রিসবেনের বেলমন্ট শ্যুটিং সেন্টারে জাকিয়া এই ইভেন্টে অংশ নিয়ে অল্পের জন্য পদকের দেখা পেলেন না। তিনি ৪১০.৫ পয়েন্ট নিয়ে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনাল রাউন্ডে উঠে মাত্র ৩.৩ পয়েন্টের জন্য চতুর্থ হন। জাকিয়া ২০২.০ পয়েন্ট লাভ করেন। ভারতের অপূর্ভী চানদেলা মাত্র ২২৫.৩ পয়েন্ট পেয়ে এ ইভেন্টের ব্রোঞ্জপদক জয় করেন। সিঙ্গাপুরের মার্টিন লিন্ডসে ও ভারতের মেহুলি ঘোষ সমান ২৪৭.৭ পয়েন্ট করে পাওয়ায় শ্যুটঅফে সেরা নির্ধারণ করা হয়। শ্যুটঅফে মার্টিন লিন্ডসে ১০.৩ পয়েন্ট পেয়ে স্বর্ণ জিতে নেন। আর ৯.৯ পয়েন্ট পাওয়া মেহুলির ভাগ্যে জুটে রূপা। মেহুলি ও মার্টিন এ ইভেন্টে কমনওয়েলথ গেমসের নতুন রের্কড (২৪৭.৭ পয়েন্ট) গড়েছেন।
কাল ব্রিসবেনের বেলমন্ট শ্যুটিং সেন্টারে খেলতে নামা বাংলাদেশের চার শ্যুটারের মধ্যে জাকিয়া পদকের খুব কাছে গেলেও তেমন ভালো করতে পারেননি সৈয়দা আতকিয়া হাসান। জাকিয়া যেখানে বাছাই পর্বে ১৮জনের মধ্যে ষষ্ঠ হয়ে ফাইনালে আসেন, সেখানে উঠে যান ফাইনাল রাউন্ডে। সৈয়দা আতকিয়া হাসান ৪০৭.৪ পয়েন্ট পেয়ে ১৮ জনের মধ্যে হন দশম হয়ে বাছাই থেকেই ছিটকে পড়েন। খুব কাছে গিয়েও পদক না পাওয়ায় হতাশ উম্মে জাকিয়া সুলতানা। প্রতিযোগিতা শেষে উস্মা প্রকাশ করে তিনি বলেন, ‘আরেকটু ভালো করতে পারলে পদক আসতো এটা নিশ্চিত। আমার আরো মনযোগী হওয়া উচিত ছিল।’
গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে শ্যুটিং থেকে বাংলাদেশের দ্বিতীয় পদকের আশা ছিল মো: শাকিল আহমেদকে ঘিরেই। কাল সবাই তাকিয়ে ছিলেন তার ইভেন্টের দিকেই। গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসে ৫০ মিটার এয়ার পিস্তলে স্বর্ণজয়ী শাকিল পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে অংশ নেয়ার মধ্যদিয়ে এবারের কমনওয়েলথ গেমসে প্রথম রেঞ্জে নামেন। তার সঙ্গে ছিলেন সর্তীথ মোঃ আনোয়ার হোসেন। আনোয়ার ফাইনাল রাউন্ডে উঠতে পারেননি। ৫৫৫-১১এক্স পয়েন্ট নিয়ে তিনি ২৪ জনের মধ্যে ১৩তম স্থান পান। আর শাকিল ৫৬৩-১৪এক্স পয়েন্ট অর্জন করে চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হন। তবে পদক এনে দিতে পারেননি। ১৫০.১ পয়েন্ট পেয়ে ৬ষ্ঠস্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লাল-সবুজের এই শ্যুটারকে। এ ইভেন্টে ভারতের জিতু রায় ২৩৫.১ পয়েন্ট পেয়ে কমনওয়েলথ গেমস রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতে নেন। স্বাগতিক অস্ট্রেলিয়ার কেরি বেলের গলায় ঝুলেছে রৌপ্যপদক। তিনি ২৩৩.৫ পয়েন্ট সংগ্রহ কওে এই ইভেন্টে দ্বিতীয় হন। আরেক ভারতীয় ওম মিথারভেল ২১৪.৩ পয়েন্ট পেতে লাভ করেন ব্রোঞ্জপদক। বাংলাদেশের শাকিল আগামীকাল ৫০ মিটার পিস্তলে অংশ নেবেন। এসএ গেমসে যে ইভেন্টে তিনি সোনা জিতেছিলেন গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সেই ইভেন্টে কি করেন শাকিল তা দেখার অক্ষোয় আছেন দেশবাসী।
এদিকে ধীরে ধীরে শেষ হয়ে আসছে বাংলাদেশের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস মিশন। ইতোমধ্যে লাল-সবুজের সাঁতার ও ভারোত্তোলন দল ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে। এ দুই ডিসিপ্লিন থেকে লজ্জা ছাড়া আর কিছুই পায়নি বাংলাদেশ। আগেভাগে খেলা শেষ হওয়ায় সাঁতার ও ভারোত্তোলন দল আজ অস্ট্রেলিয়া ছাড়ছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে ১০ সদস্যের দল দুটি আজ রাতে দেশের উদ্দেশ্যে রওনা হবে।
ওদের গোল্ড কোস্ট ছাড়ার দিনই ট্র্যাকে নামছেন বাংলাদেশের দ্রæততম মানবী শিরিন আক্তার। কারারা স্টেডিয়ামে তিনি অংশ নেবেন ২০০ মিটার স্প্রিন্টে। তিনি ও মেসজবাহ আহমেদ ইতোমধ্যে ১০০ মিটার স্প্রিন্টের হিট থেকেই বিদায় নিয়েছেন। ২০০ মিটারের ফাইনাল হবে ১২ এপ্রিল। আর তাই বাংলাদেশ অ্যাথলেট দল দেশের পথে ছুটবে পরের দিন অর্থাৎ ১৩ এপ্রিল।
তবে দলগুলোর বিদায় ঘন্টা বাজার মধ্যেও আজ গোল্ড কোস্টে এসে পৌঁছাচ্ছে বাংলাদেশ কুস্তি দল। আরেকটি দল। ৩ সদস্যের দলটি গতকাল ঢাকা ছেড়েছে। তারা আজ অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট এসে পৌঁছবে। বাংলাদশের দুই রেসলার শিরিন সুলতানা মেয়েদের ৬৮ কেজি ফ্রি স্টাইলে অংশ নেবেন। তার লড়াই ১৩ এপ্রিল। আগের দিন ১২ এপ্রিল মো. আমজাদ আলী ৭৪ কেজি ফ্রি স্টাইলে লড়বেন। তাদের সঙ্গে আসছেন কোচ কাম ম্যানেজার মো: তবিউর রহমান। বাংলাদেশ শ্যুটিং ও কুস্তি দল গেমস শেষে ১৬ এপ্রিল অস্ট্রেলিয়া ছাড়বে। আজ ৫০ মিটার রাইফেল প্রোনে অংশ নেবেন শ্যুটার শোভন চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ