Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পহেলা বৈশাখে নতুন করে ফাহমিদা বাপ্পা’র ভালোবাসি

অভি মঈনুদ্দীন | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

গত ভালোবাসা দিবসে ইউটিউবে প্রকাশিত হয়েছিল ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদারের দ্বৈত গান ‘ভালোবাসি’। এরইমধ্যে গানটি বেশ শ্রোতাপ্রিয়তা লাভ করেছে। তবে নতুন খবর হচ্ছে ‘ভালোবাসি’ গানে ফাহমিদা নবী ও বাপ্পা মুজমদার নিজেরাই মডেল হয়ে হাজির হচ্ছেন। এর আগে আফ্রি সেলিনা ও এবিএম সুমনকে মডেল করে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছিলেন রৌম্য খান। এবারেরটিও নির্মাণ করেছেন রৌম্য খান। গত সপ্তাহে ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদারকে নিয়ে উত্তরা একটি শূটিং হাউজে মিউজিক ভিডিওটির শূটিং সম্পন্ন হয়েছে। আসছে পহেলা বৈশাখে নতুন এই মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ হবে। একই গানের আবারো মিউজিক ভিডিও প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘দর্শক-শ্রোতাদের চাহিদার কথা বিবেচনা করেই ভালোবাসি গানটির মিউজিক ভিডিও আবার করা হলো। আগের মিউজিক ভিডিওটিও দর্শক উপভোগ করেছেন। গানের জন্য আমি যেমন রেসপন্স পাচ্ছিলাম, অনুরূপভাবে মিউজিক ভিডিও এবং আফ্রি সেলিনা, এবিএম সুমনের অভিনয়েরও প্রশংসা শুনেছি। তবে আমার আর বাপ্পার গানের মিউজিক ভিডিওতে আমাদের নিজেদেরও উপস্থিত থাকতে দর্শক-শ্রোতারা অনুরোধ করেছেন। তাই গানটির আবার মিউজিক ভিডিও করা হলো। রৌম্য সবসময়ই ভালো মিউজিক ভিডিও নির্মাণ করেন। এটাও এর ব্যতিক্রম হবে না আশা করছি।’ বাপ্পা মজুমদার বলেন, ‘রৌম্য খান মিউজিক ভিডিও নির্মাতা হিসেবে প্রশংসিত। খুব ভালো মিউজিক ভিডিও নির্মাণ করেন তিনি। আমার আর ফাহমিদা আপার মিউজিক ভিডিওটি ভিন্ন ধরনের ভালোলাগা সৃষ্টি করবে। কারণ আমাদের গানে আমাদের উপস্থিতি থাকাটা দর্শক-শ্রোতার মনে অন্যরকম ভালোলাগা সৃষ্টি করে।’ গানটি লিখেছেন আলী আশরাফ এবং সুর সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মুজমদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ