Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বীরগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণ, আটক ৫

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১০:৩৫ পিএম, ৮ এপ্রিল, ২০১৮

দিনাজপুরের বীরগঞ্জের ১ স্কুল ছাত্রী প্রেমিকের সাথে শালবাগানে ঘুরতে এসে গণ ধর্ষনের স্বীকার হয়েছে, এ ঘটনায় রাতেই পুলিশ ৫ ধর্ষককে আটক করে আদালতে প্রেরন করেছে। বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের এলাইগাঁও মুন্সিপাড়া গ্রামের স্কুল ছাত্রী গত ৭ এপ্রিল শনিবার বিকালে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ডাঙ্গাপাড়া (বগুড়া পাড়া) গ্রামের মৃত: শফিকুল ইসলামের পুত্র পল্লী চিকিৎসক মোবাইলের মাধ্যমে পরিচিত ৩ সন্তানের জনক কথিত প্রেমিক মো: রফিকুল ইসলাম (৩৫) এর সঙ্গে বীরগঞ্জ পৌর শহরের শালবাগানে বেড়াতে আসে। ঘোরাঘুরির একপর্যায়ে রফিকুল ও তার এক (অজ্ঞাত নামা) বন্ধু তাকে গাছের আড়ালে নিয়ে গিয়ে ধর্ষন করে। এ সময় শালবানে লুকিয়ে থাকা বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের মৃত: আব্দুর রহমানের পুত্র আব্দুল মজিদ (৩৫), হাটখোলা হঠাৎপাড়া গ্রামের মো: দুলাল হোসেনের পুত্র মোঃ সুমন (২২) মোঃ সুলতান অরফে সাদ্দাম (২৩) ও মাকড়াই দক্ষিণপাড়া গ্রামের রুবেল হেমরম (২২) তাদেরকে আটক করে মেয়েটিকে পালাক্রমে ধর্ষন করে। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ধর্ষকেরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষনিক মেয়েটিকে উদ্ধার করে ও রফিকুল ইসলামকে আটক করে শালবাগানের পার্শবতী বাড়ী স্থানীয় সুজালপুর ইউপি সদস্য ভবেশ চন্দ্র রায় এর বাড়ীতে নিয়ে যায়। ইউপি চেয়ারম্যান ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টায় আপোষ মিমাংসার নামে কালক্ষেপন করে। আপোশের চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ে রাতে থানায় সংবাদ দিলে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুলছাত্রীকে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ