Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্দরের সব ব্যাংক ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বাণিজ্যিক লেনদেনের সুবিধায় চট্টগ্রাম বন্দর এলাকায় সব ব্যাংকের শাখাগুলো সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক গতকাল রবিবার এ সংক্রান্ত নির্দেশ সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার ব্যাংকগুলো সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টা খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। সেই নির্দেশনার পরিপেক্ষিতে চট্টগ্রাম বন্দর/কাস্টমস কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট আগ্রাবাদ এলাকায় অবস্থিত ব্যাংক শাখা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হল। এক্ষেত্রে ব্যাংকগুলো প্রয়োজনে চট্টগ্রাম বন্দর/কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট শাখা খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দরের

৫ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ