নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রিমিয়ার ফুটবলে দুই অফিস দলের লড়াইয়ে জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি। এম.এ. আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলে তারা হারায় সিটি কর্পোরেশন একাদশকে। বিজয়ী দলের জাকির দুইটি, আলী একটি এবং বিজিত দলের দিদার একটি গোল করে। এ দলটি তাদের প্রথম ম্যাচে মোহামেডান ব্লুজের সাথে গোলশূন্যভাবে শেষ করে পয়েন্ট হারিয়েছে। দলীয় শক্তির বিচারে দু’দল সমান থাকলেও গোলের সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে এগিয়ে ছিল চট্টগ্রাম বন্দর। খেলার শুরুতেই ৮ মিনিটের মাথায় সিটি কর্পোরেশনের রক্ষণভাগের ভুলে আলী গোল করে দলকে এগিয়ে নেয় (১-০)। ২৩ মিনিটে সংঘবদ্ধ আক্রমন থেকে বক্সের ভিতর জাকির গোল করে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। দুই গোলে পিছিয়ে থাকা সিটি কর্পোরেশন গুছিয়ে খেলে ৩৪ মিনিটে পেনাল্টি পায়। তা থেকে দিদার গোল করে (২-১)। এর চমৎকার খেলে গোলের উৎস সৃষ্টি করলেও প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ়তায় পেরে ওঠেনি সিসিক। ধারার বিপক্ষে ৮৭ মিনিটে বন্দর আবার গোলের দেখা পায়। এসময় বন্দরের একটি আক্রমন অফসাইড ট্র্যাপ করতে গিয়ে নিজেরাই সেই ফাঁদে পড়ে। জাকির নিজের দ্বিতীয় গোল করলে (৩-১) বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বন্দর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।