Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষীপুর-ভোলা নৌরুটে ফেরি কনকচাপা বিকল

লক্ষীপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

লক্ষীপুর-ভোলা নৌরুটে গত শুত্রবার রাত থেকে ফেরি কনকচাপা বিকল হয়ে পড়ায় পারাপারের অপেক্ষায় আটকে পড়েছে ২ শতাধিক যানবাহন। এতে করে নির্ধারিত সময়ে পরিবহনগুলো পৌঁছাতে না পারায় ঘাটেই নষ্ট হচ্ছে ওইসব গাড়িতে থাকা কাঁচামালসহ বিভিন্ন জিনিসপত্র। দুর্ভোগে পড়েছেন পরিবহন শ্রমিকরা। মজু চৌধুরী ফেরি ঘাটের পন্টুন মাস্টার কামরুল রশিদ জানান, ফেরিটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যায়। এতে তিনটির জায়গায় দুইটি ফেরি চলাচল করায় উভয় পাড়ে যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া নদীতে ভাটা পড়ার কারণেও দিনে ৪/৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। ফেরিটি বিকল হয়ে পড়ায় লক্ষীপুরের মজু চৌধুরীর ঘাটে ২৫০টি ট্রাকের দীর্ঘ লাইন রয়েছে। মেকানিককে খবর দেয়া হয়েছে ঠিক হতে আরো ২/১দিন সময় লাগতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌরুটে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ