Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : ঘনকুয়াশায় কারণে কাওড়াকান্দি-শিমুলীয়া নৌরুটে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। গত রোববার রাত সাড়ে ১১টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় ও সোমবার সকাল সাড়ে ৯টায় কুয়াশা কমলে ফেরি পুনরায় চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসিসহ একাধিক সুত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা থেকেই দেশের গুরুত্বপূর্ণ এ রুটের পদ্মা নদীতে ঘনকুয়াশার প্রকোপ বাড়তে থাকে। কুয়াশার প্রকোপ বেড়ে মার্কিং ও সিগন্যাল বাতি অস্পষ্ট হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১১টা থেকে ফেরি সার্ভিস বন্ধ করে দেয়া হয়। এসময় কাওড়াকান্দি ঘাটে ৩টি, মাঝ পদ্মায় ৫টিসহ এ রুটের সকল ফেরি নোঙ্গর করতে বাধ্য হয়। ফেরি বন্ধ থাকায় উভয় পাড়ে অন্তত দেড় শতাধিক নৈশ্যকোচসহ সাড়ে ৩শ’ যানবাহন আটকে পড়ে। এসময় কনকনে শীতে মাঝ নদী ও ঘাট এলাকায় আটকে পড়া যাত্রীরা দুর্ভোগ পোহান। তীব্র শীতে বিশেষ করে শিশুরা চরম বিপাকে পড়ে। গতকাল সোমবার বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার প্রকোপ কমলে সাড়ে ৯ টার দিক ফেরি চলাচল শুরু করা হয়। বিআইডব্লিউটিসি কাওরাকান্দি ঘাট ম্যানেজার আঃ সালাম বলেন, গত কয়েকদিন কুয়াশার কোন প্রকোপ ছিল না। হঠাৎ করে রাতের শুরুতেই নৌরুটে প্রচ- কুয়াশা সৃষ্টি হওয়ায় ফেরি বন্ধ রাখা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ