মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারে বিচারাধীন রয়টার্সের দুই সাংবাদিকের আইনজীবীরা আদালতকে বলেছেন, সরকারি নথি গোপনে হস্তগত করার যে অভিযোগ ওই সাংবাদিকদ্বয়ের বিরুদ্ধে আনা হয়েছে তার সপক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই। তাছাড়া পুলিশের গৃহীত পদক্ষেপের প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ। তাই সাংবাদিকদ্বয়ের মুক্তি পাওয়া উচিত। শুনানি শেষে বার্তাসংস্থা রয়টার্সের হয়ে কাজ করা মিয়ানমারের ওই দুই সাংবাদিক বলেছেন, তারা তাদের দেশ মিয়ানমারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। তারা সাংবাদিক হিসেবে তাদের দায়িত্ব পালন করেছেন মাত্র। ১০ রোহিঙ্গাকে গুলি করে মেরে ফেলার ঘটনা বিশ্ববাসীর নজরে আনার প্রতিক্রিয়ায় মিয়ানমার পুলিশ তাদের গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে সরকারি নথি গোপনে হস্তগত করার অভিযোগ এনেছে পুলিশ। আটক সাংবাদিকদ্বয়কে অভিযুক্ত করে আনুষ্ঠানিকভাবে মামলা করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ইয়াঙ্গুনের একটি আদালতে গত জানুয়ারি মাসে প্রাথমিক শুনানি শুরু হয়েছে। ৩১ বছর বয়সী ওয়া লোন এবং ২৮ বছর বয়সী কিয়াও সোয়ি উয়ের বিরুদ্ধে ঔপনিবেশিক আমলের শত বছরের পুরাতন আইনে বিচার চলছে। ওই আইনে সরকারি তথ্য চুরির অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে ১৪ বছরের কারাদন্ডের কথা বলা আছে। আদালত বুধবারের মতো শুনানি মুলতবি ঘোষণা করেছে। পরবর্তী শুনানির তারিখ ১১ এপ্রিল। অপর এক খবরে বলা হয়, ফেরত নেয়ার আগে রোহিঙ্গাদের পরিচয় যাচাইয়ের আরও সময় নেয়ার কথা বললেন মিয়ানমারের সমাজকল্যাণ এবং ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী উইন মিয়াত আয়ে। প্রতিশ্রুতি দেয়ার পরও রোহিঙ্গা ফেরত নিতে মিয়ানমারের গড়িমসির অভিযোগের প্রেক্ষাপটে গত শুক্রবার রেডিও ফ্রি এশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের পক্ষে নেতৃত্বে থাকা উইন আয়ে আগামী ১১ এপ্রিল ঢাকা আসছেন; সফরে তিনি কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে যাবেন বলে জানানো হয়েছে। রেহিঙ্গাদের নাগরিক হিসেবে মানতে নারাজ হলেও সর্বশেষ ঘটনার পর আন্তর্জাতিক সমালোচনার মুখে মিয়ানমার তার দেশের এই মুসলিম বাসিন্দাদের ফেরত নিতে রাজি হয়। একই দিন রেডিও ফ্রি এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মিয়ানমারের মন্ত্রী উইন আয়ে বলেন, শরণার্থীদের পূরণ করা ফর্ম চুক্তির আলোকে পূরণ না হওয়ায় এখানে জটিলতা তৈরি হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।